ইকরচালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দিঘির পাড় উত্তর লক্ষীপুর আইপিএম বহুমুখি সমিতিটি অবস্থিত। এই সমিতির সদস্য বৃন্দ সকলেই লিজ গ্রহণের মাধ্যমে একই ওয়ার্ডের অবস্থিত পুরান দিঘির পাড় নামক দিঘির পাড়ে কয়েক হাজার ফলজ এবং বনজ চাড়া রোপনের মাধ্যমে সামাজিক বনানয়ন কার্যক্রমকে তরান্বিত করছে। দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় উক্ত কর্মসূচীটি বেশ ভাল অবদান রাখবে বলে এলাকা বাসী মনে করছেন। এবং সমিতির সদস্যবৃন্দ লাভবান হবে বলে প্রত্যাশা সকলের।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস