তারাগঞ্জে বেকার যুব নারীদের ১৫দিনব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণ আজ থেকে উপজেলা পরিষদ হলরুমে শুরু হল। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি ( জাইকা) এর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে, উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মাহমুদা আখতার, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান জনাব আতাউর রহমান ও সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব জিলুফা সুলতানা। আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব শাহনাজ ফারহানা আফরোজ ও উপজেলা ফ্যাসিলিটেটর জনাব মফিজুল ইসলাম (মুন্না) । এ প্রশিক্ষণে ২০জন যুব মহিলা অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস